ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চকরিয়া আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

লাবণ্য রাণী পূজা, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। আজ ২২জুলাই, সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন – চকরিয়া- পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় বসতঘরসহ রাস্তা -ঘাট কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ক্ষতির চিত্র ইতোমধ্যে স্ংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া বন্যার কারণে ভোটার কাজে ব্যাঘাত ঘটেছে। তাই আমি নির্বাচন কমিশনের সচিবের সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন ভোটার তালিকার কার্যক্মম বাড়ানো হবে।

এতে আরো উপস্থিত ছিলেন – চকরিয়া সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস -চেয়ারম্যান জেসমিন হক জেসি, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিমসহ বিভিন্ন সংগঠন ও সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

পাঠকের মতামত: