ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

গুলশানে রেস্তোরাঁয় গুলি, বিস্ফোরণ, এলাকা ঘিরে ফেলেছে পুলিশ

অনলাইন ডেস্ক ::gulshan-3_

রাজধানীর গুলশানে ৭৯ নম্বর রোডে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ খবর পাওয়া যায়।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গোলাগুলির ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান সাইদ জানান, লেকভিউ রেস্তোরাঁর আশপাশ থেকে এ গুলির শব্দ পাওয়া গেছে। গুলির পর ঘটনাস্থলে উপকমিশনার (ডিসি), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), র‍্যাব ১-এর কর্মকর্তারা গেছেন।

গোলাগুলির কারণ এখনো পর্যন্ত কেউ জানাতে পারেননি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সহকারী কমিশনারের বরাত দিয়ে ইউএনবি জানায়, হলি আর্টিজান বেকারিতে এ গোলাগুলি হয়।

 

পাঠকের মতামত: