ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

গুণগত লবন উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক:

সনাতনী পদ্ধতি লবন চাষে সুফল মিলবেনা। গুণগত লবন উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে হবে। তাতে নিজেদের অর্থনীতিও শক্তিশালী হবে। কক্সবাজারের লবন মিল মালিকদের মতবিনিময় সভায় আলোচক

রা একথা বলেন।

ইসলামপুর লবণমিল মালিক সমিতি কক্সবাজারের আয়োজনে ‘চলুন পরিবর্তন করি’ প্রতিপাদ্যে শুক্রবার (৩ আগষ্ট) বিকালে কক্সবাজার কলাতলীর অভিজাত আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
লবন মিল্পকে সমৃদ্ধ করার প্রয়াসে ইউনিসেফের সহযোগিতায় ৩য় মতবিনিময় সভায় বক্তারা বলেন, নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমাতে হবে।

বিশ্বায়নের প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখতে হবে। লবনে সঠিকমাত্রায় আয়োডিন যুক্ত করতে হবে।
আয়োডিন ব্যবহারে বাংলাদেশের অবস্থান মাত্র ৬৯

 

শতাংশ। অথচ নেপাল ৯৪.২০, শ্রিলংকা ৯৫.২০, ইন্ডিয়া ৯২.৭০, মিয়ানমার ৮০.৯০ শতাংশ আয়োডিন ব্যবহার করে থাকে। আমাদের লবন শিল্প এগিয়ে নিতে শ্রিলংকা, নেপাল, ভারতের লবন শিল্পের উদ্যোক্তাদের সাথে সমন্বয় করতে হবে।
ইসলামপুর লবণমিল মালিক সমিতি কক্সবাজারের সভাপতি শামসুল আলম আজাদের সভাপতিত্বে স

ভায় মূখ্য আলোচক ছিলেন ইউনিসেফ এর নিউট্রিশন অফিসার ডাঃ আইরিন আখতার চৌধুরী। তিনি সার্বজনিন আয়োডিনযুক্ত লবন কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় পরীক্ষাগার ও কেন্দ্রীয় ডাটাবেজ বিষয়ে প্রেজেন্টেশনে ডাঃ আইরিন বলেন, লবন মিল মালিকরা একটু আন্তরিক হলে লবন শিল্পের পরিবর্তন হবে। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফের হেড অব নিউট্রিশন সায়েরা হাবিবা খানম।
সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলমের সঞ্চালনায় ‘চলুন পরিবর্তন করি’ প্রতিপাদ্যে ৩য় মতবিনিময় সভায় মদিনা সল্ট এর মালিক ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অছিয়র রহমান, মক্কা সল্ট এর মালিক ছলিম উল্লাহ কাদেরী, সালমা সল্ট এর মালিক জাহাঙ্গীর আলম, মোহাম্মদিয়া সল্ট এর মালিক ফরিদুল ইসলাম খান, বিসমিল্লাহ সল্ট এর মালিক ফরিদুল আলম, ব্র্যাক সল্ট এর প্রতিনিধি তাবিবুর রহমান, রিয়াদ সল্ট এর মালিক কামাল উদ্দিন, এন.আমিন সল্ট এর মালিক নুরুল আমিন, মিতালী সল্ট এর মালিক সাইফুল ইসলামসহ অর্ধশতাধিক লবন মিল মালিক উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফুর।

পাঠকের মতামত: