ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গানের মডেল হলেন মৌমিতা মৌ

বিনোদন ডেস্ক ::
কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার ‘উরু উরু মন’ শিরোনামের গানটির ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা মৌমিতা মৌ।ক্রোমোমিডিয়ার নির্মাণে এটির নির্দেশনা দিয়েছেন নাসিম সাহনিক। সম্প্রতি গানটির শুটিং সম্পন্ন হলো। গাজীপুরের প্রশান্তি ইকো রিসোর্টে চিত্রায়িত এ ভিডিওটিতে কোরিওগ্র্যাফি করেছেন হাবিব। কস্টিউম ডিজাইনার ও আর্ট ডিরেকশনে ছিলেন নিঝু মনি।

সজীব শাহরিয়ারের কথায় গানটির সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ। গানটির পরিবেশনায় রয়েছে সিডি ভিশন।

কর্নিয়া বলেন, চমৎকার কিছু কথা দিয়ে গানটি লেখা হয়েছে। এর সুর ও সংগীতও শ্রুতিমধুর। গানটিতে কণ্ঠ দিয়ে আরাম পেয়েছি। আশা করছি এটি শ্রোতারা পছন্দ করবেন। সেইসঙ্গে গানের ভিডিওটিও বেশ ভালো হয়েছে।’

মৌমিতা মৌ বলেন, বিশাল আয়োজনে মনোরোম লোকেশনে গানটির শুটিং করা হয়েছে। গানটির কথা ও সুরও ভালো। আশা করা যায়, দর্শক গানটি বেশ পছন্দ করবেন।

নির্মাতা জানান শিগগিরই গানটি প্রকাশ হবে সিডি ভিশনের ইউটিউবে। দর্শক গানটি শুনে এবং এর মিউজিক ভিডিও দেখে মুগ্ধ হবেন বলে প্রত্যাশা করছেন।

পাঠকের মতামত: