ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

গভীর সমুদ্রে নিখোঁজ ভারতীয় ফিশিং ট্রলার সনাক্ত,দুই জন জীবিত ও পাঁচ জনের মৃতদেহ উদ্ধার

াাঢাকা ১৪ আগস্ট ২০১৬ঃ

সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র হতে নিখোঁজ হওয়া ভারতীয় মাছ ধরার ট্রলার ‘এফবি মহা গৌরী’ কে সনাক্ত করা হয়েছে। আজ রোববার (১৪-০৮-২০১৬) দুপুর নাগাদ হিরণ পয়েন্ট থেকে ৫ নটিক্যাল মাইল দূরে ‘সারোয়ার স্যান্ড’ এলাকায় ফিশিং বোটটিকে আংশিক ভাসমান ও উল্টানো অবস্থায় সনাক্ত করা হয়। বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সম্মিলিত উদ্ধার তৎপরতায় বোটটিকে তীরের কাছাকাছি এনে বোটের ভিতরে তল্লাশীর চেষ্টা চালানো হচ্ছে। এর আগে নিখোঁজ হওয়া বোটটিতে থাকা ১৭ জন জেলের মধ্যে ২ জনকে জীবিত অবস্থায় এবং ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

 বোটটি উদ্ধারে গতকাল শনিবার (১৩-০৮-২০১৬) হতে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড জাহাজ সম্মিলিত ভাবে অভিযান চালানো শুরু করে। এই উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু, এস আর আমিন ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কাজ করে যাচ্ছে। শনিবার বিকেলে খারাপ আবহাওয়ার কারণে ভারতীয় ফিশিং ট্রলার ‘এফবি মহা গৌরী’ হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল ও ফেয়ারওয়ে বয় থেকে ১৭ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ডুবে যায়।

জনের মৃতদেহ উদ্ধার

ঢাকা ১৪ আগস্ট ২০১৬ঃ সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র হতে নিখোঁজ হওয়া ভারতীয় মাছ ধরার ট্রলার ‘এফবি মহা গৌরী’ কে সনাক্ত করা হয়েছে। আজ রোববার (১৪-০৮-২০১৬) দুপুর নাগাদ হিরণ পয়েন্ট থেকে ৫ নটিক্যাল মাইল দূরে ‘সারোয়ার স্যান্ড’ এলাকায় ফিশিং বোটটিকে আংশিক ভাসমান ও উল্টানো অবস্থায় সনাক্ত করা হয়। বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সম্মিলিত উদ্ধার তৎপরতায় বোটটিকে তীরের কাছাকাছি এনে বোটের ভিতরে তল্লাশীর চেষ্টা চালানো হচ্ছে। এর আগে নিখোঁজ হওয়া বোটটিতে থাকা ১৭ জন জেলের মধ্যে ২ জনকে জীবিত অবস্থায় এবং ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

বোটটি উদ্ধারে গত শনিবার (১৩-০৮-২০১৬) হতে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড জাহাজ সম্মিলিত ভাবে অভিযান চালানো শুরু করে। এই উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু, এস আর আমিন ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কাজ করে যাচ্ছে। শনিবার বিকেলে খারাপ আবহাওয়ার কারণে ভারতীয় ফিশিং ট্রলার ‘এফবি মহা গৌরী’ হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল ও ফেয়ারওয়ে বয় থেকে ১৭ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ডুবে যায়।

পাঠকের মতামত: