ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

খুটাখালীতে সড়ক উন্নয়ন ও চিংড়ীজোনে ডাকাতি বন্ধের আশ্বাস -কানিজ ফাতেমা এমপি

মনির আহমদ, চকরিয়া :: কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুটাখালী ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সাথে সৌজন্য সাক্ষাতে কক্সবাজারের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতিমা মোস্তাক এমপি।

তিনি খুটাখালী ইউনিয়নের অবকাঠামো উন্নয়নে ব্যক্তিগত ফান্ড থেকে ১৫ লক্ষ টাকা অনুদানের ঘোষনা দিয়েছেন।এ ছাড়াও তিনি খুটাখালী ইউনিয়নের মহেশখালীয়া সড়কের উন্নয়ন, চিংড়ি জোনে ডাকাতি বন্ধ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।

সোমবার বিকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান-মেম্বারদের সাথে আলোচনাকালে তিনি এ আশ্বাস দেন। পরে তিনি তাঁর স্বামী কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী বিগত দুই বারের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরীর পক্ষে ভোট প্রত্যাশা করেন।

ইউপি চেয়ারম্যান মৌলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান নুর মোহাং পেটান মুন্সির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছলিম উল্লাহ এমইউপি, বোরহান উদ্দিন এমইউপি, ছৈয়দ হোসাইন এমইউপি, নাছির উদ্দিন এমইউপি, পারভিন আক্তার সংরক্ষিত মহিলা এমইউপি এমপি’র ব্যক্তিগত সহকারী অধ্যাপক মুহাম্মদ এছারুল করিম।

এ ছাড়াও সংরক্ষিত মহিলা এমইউপি রাজিয়া সুলতানা, নুরুল আযিম ছিদ্দকী এমইউপি সহ অপরাপর মেম্বার চৌকিদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত: