ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

খালেদার লিভ টু আপিলের ওপর আদেশ বৃহস্পতিবার নাইকো দুর্নীতি মামলা

khaঅনলাইন ডেস্ক :::

নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিলের আদেশ জানা যাবে বৃহস্পতিবার। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ সোমবার দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন এডভোকেট এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
নাইকো মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া। সে আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ বছরের ১৮ জুন তা খারিজ করে রায় দেন হাইকোর্ট। মামলায় এর আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট খালেদা জিয়াকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতেও নির্দেশ দেন।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গত বছর ৭ ডিসেম্বর লিভ টু আপিল করেন খালেদা জিয়া। চেম্বার বিচারপতির আদালত হয়ে লিভ টু আপিল শুনানির জন্য তা নিয়মিত বেঞ্চে আসে। এর ধারাবাহিকতায় গতকাল রোববার ও আজ সোমবার শুনানি নিয়ে আদালত আগামী বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী এম বদরুদ্দোজা। দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খুরশিদ আলম খান।

পাঠকের মতামত: