ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক :::khaleda-zia

১৫ই আগস্ট জন্মদিন পালন বন্ধের আর্জি জানিয়ে করা মামলায় আদালতের সমনে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম গত ৩০ আগস্ট এ মামলা দায়ের করেন। ওইদিনই আদালত মামলা আমলে নিয়ে খালেদা জিয়াকে ১৭ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় বলে জানান বাদীর আইনজীবী দুলাল মিত্র। খালেদা সেদিন আদালতে না যাওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী। সেই আবেদনের শুনানি করেই বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে বলে দুলাল মিত্র জানান। মামলায় বাদী অভিযোগ করেছেন, বঙ্গবন্ধুকে হেয় করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উদ্দেশ্যমূলকভাবে ১৫ অগাস্ট জন্মদিন পালন করে আসছেন।

পাঠকের মতামত: