ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

কৈয়ারবিলের হিন্দু পাড়ায় অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব সম্পন্ন

69আবুল কালাম আজাদ ::

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী কৃষ্ণ ভগবানের নামে চকরিয়া উপজেলার কৈয়ারবিলের হিন্দু পাড়ায় সার্বজনীন মহোৎসব ১২ তম সম্পন্ন হয়েছে। মহোৎসব উৎযাপন পরিষদ ও যুব কল্যান সংসদের উদ্যোগে পরিচালিত কৈয়ারবিল হিন্দু পাড়ার হরি মন্দির মাঠ প্রাঙ্গনে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যষ্ণ সম্পন্ন করা হয় গত সোমবার । ধর্মসভা, দীক্ষা দান ও ভূবন মঙ্গলের মাধ্যমে এই ধর্মীয় অনুষ্ঠানটি শুরু হয়। পূজা কমিটির সভাপতি ডা.অর্জুন চন্দ্র সুশীলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ভারতের শিলিগুড়ির পশ্চিম ভঙ্গ থেকে আগত ভগমান শ্রী কৃষ্ণের গুন কীর্তন পরিবেশন করেন শ্রীমতি কল্যানী দেবী দাশী।

পুরহিত্য করেন চট্টগ্রামের চন্দনাইশের শ্রী রাধা মাধবের অধ্যক্ষ বৈষ্ণব চূড়ামনি শ্রীপাদ মিলন চক্রবর্তী। অধিবাস কীর্তনে ছিলেন লোহাগাড়ার অধিবাসী  শ্রীপাদ নিত্য লাল বৈষ্ণব। কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত টুপন চন্দ্র সুশীল ও অর্থ সচিব মিলন কান্তি দাশ জানান, এই পূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়। কর্মসূচীর মধ্যে ছিল গীতা পাঠ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাযষ্ণের শুভ অধিবাস কীর্তন বৈষব সেবা, প্রভু পূজা, ধর্মীয় সঙ্গীত, মহা প্রসাদ বিতরণ, উষালগ্নে নগর পরিক্রমা, বৈষ্ণব সম্ভাষনের মধ্যে দিয়ে ১২তম এই সার্বজনীন মহোৎসব সুন্দরভাবে সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ডা.পুনিল চন্দ্র শুশীল। অফিস পরিচালনায় মাষ্টার জীবন চন্দ্র, ডা.অরুণ চন্দ্র সুশীল, সাবিক তত্ত্বাবধানে ডা.রবিন্দ্র চন্দ্র সুশীল, সাবেক সভাপতি রনধীর চন্দ্র সুশীল, বাচন বাবু প্রমুখ।

পাঠকের মতামত: