ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

কুতুবদিয়া প্রতিনিধি :: কুতুবদিয়ায় বজ্রপাতে মুহাম্মদ সোহেল আকবর (১৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১ মে) ভোর সাড়ে ৪ টায় উপজেলার লেমশীখালী ইউনিয়নের লুৎফার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল আকবর ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

তিনি ২০২০ সালে বড়ঘোপ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে করোনা মহামরীতে বাবার কাজে সাহায্য করছিলেন।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, শনিবার ভোররাতে বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখে জয়নাল আবেদীন তার ছেলে সোহেল আকবরকে নিয়ে লবণ মাঠে লবণ তুলতে যান। এ সময় বজ্রপাতে আহত হন সোহেল আকবর।

স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পাঠকের মতামত: