ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়া কৃষি অফিসে ৩২ পদে ২১টিই শূন্য

এম.এ মান্নান, কুতুবদিয়া :: কুতুবদিয়ায় কৃষি অধিদপ্তরে ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১১ জন। বাকী ২১টি পদই খালী। ৫টি অফিসারের কেউ নেই। উপজেলা কৃষি কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন উপ-পরিচালক নিজে। তিনিও পদোন্নতি পেয়েছেন। চলে যাবেন শীঘ্রই। গুরুত্বপূর্ণ এ অফিসটি এখন হিমশিম অবস্থা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, বদলি জনিত কারণে ৫ কর্মকর্তার পদ এখন সবই খালি। উপজেলা কৃষি কর্মকর্তা কিছুদিন আগেই বদলি হলেন। তার স্থলে কেউ না থাকায় উপ পরিচালক দায়িত্ব নিয়েছেন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাই। কৃষি সপ্রসারণ কর্মকর্তা ২ জন ও সহকারি কর্মকর্তা নাই। ৬ ইউনিয়নের জন্য ১৮টি উপসহকারি কৃষি কর্মকর্তার মাঝে আছেন মাত্র ৮ জন। বাকি ১০ টি পদ শূন্য। দু‘জন কম্পিউটার অপারেটর পদে কেউ নেই। দু‘টি পিটিএম পদই শূন্য। স্প্রে মেকানিক ও গার্ড পদে কেউ নেই।
উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মামুনুল হক চকরিয়া নিউজকে বলেন, পাঁচজন কর্মকর্তার মাঝে বর্তমানে কেউ নেই। উপপরিচালক নিজেকেই কৃষি অফিসারের দায়িত্ব নিতে হয়েছে। মাঠ পর্যায়ে উপসহকারি কৃষি কর্মকর্তার ১০টি পদ শূন্য। ৮ জন দিয়ে কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে। সব মিলিয়ে ২১টি পদ শূন্য। অবহেলিত দ্বীপবাসির জন্য কৃষি বিভাগ গুরুত্বপূর্ণ বিবেচনায় এনে দ্র‍ুত শূন্য পদে জনবল নিয়োগ দেবে এ প্রত্যাশা দ্বীপবাসির।

পাঠকের মতামত: