ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

কারাবন্দি নারীর পুত্র সন্তান প্রসব

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা কারাগারে বন্দি এক নারী পুত্র সন্তান প্রসব করেছেন। ২৫ জুলাই সকালে কক্সবাজার সদর হাসপাতালে ওই শিশুর জন্ম হয়। নবজাতকটির আব্দুল্লাহ নাম রেখেছেন জেল সুপার মোঃ বজলুর রশীদ আখন্দ।
সন্তান প্রসবকারী ছেনুয়ারা বেগম টেকনাফ থানার জিআর ৭২১/১৮ মামলার আসামী।
কক্সবাজার জেলা কারাগারের সুপার মোঃ বজলুর রশীদ আখন্দ জানান, অন্তঃসত্তা হাজতির ঠিক মতো যত্ন নেয় কারা কর্তৃপক্ষ। প্রসব বেদনা শুরু হলে সহকারী কারা সার্জনের পরামর্শে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অল্প সময়ে স্বাভাবিকভাবে পুত্র সন্তানের জন্ম দেন ছেনুয়ারা বেগম।
নবজাতকের মা ও নবজাতকের জন্য নতুন বস্ত্রসহ প্রয়োজনীয় সামগ্রী উপহার দেন জেল সুপার মোঃ বজলুর রশীদ আখন্দ।

পাঠকের মতামত: