ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

কর্ণফুলী রক্ষায় তিন শতাধিক সাম্পান মাঝির শপথ

sampanকর্ণফুলীকে দখলদূষণমুক্ত করার দাবিতে সাম্পান শোভাযাত্রার ১১ তম আসরে তিন শতাধিক সাম্পান মাঝির সাথে বিশিষ্ট ব্যক্তিরা এক স্বরে শপথ নিলেন, ‘দেশের অর্থনীতির সঞ্চালক কর্ণফুলী রক্ষার বিকল্প নেই।’ গতকাল শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রামের অভয়মিত্র ঘাট থেকে সাম্পান শোভাযাত্রা শুরু হয়। বন্দর মোহনা হয়ে ঐতিহ্যবাহী সদরঘাটে এসে শেষ হয় শোভাযাত্রা। শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার মোঃ ইকবাল বাহার বলেন, দেশের অর্থনীতির সঞ্চালক চট্টগ্রাম বন্দর যা কর্ণফুলী নদীতে অবস্থিত। পলিথিনের পাঁচস্তর তলাতে জমা হওয়ায় বুড়িগঙ্গা এখন একটি মৃত খাল। যেখানে কোন প্রাণি নেই। এখন থেকে কর্ণফুলী দখলদূষণমুক্ত কার্যক্রম জোরদার করা না হলে আগামীতে কর্ণফুলীর একই পরিণতি হবে।

তিনি বলেন, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সার্বিক তত্ত্ববধানে চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি আয়োজিত কর্ণফুলী রক্ষার এই শোভাযাত্রা আগামীতে চট্টগ্রামের গণমানুষের দাবিতে পরিণত হবে।

কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা ১৪২৪ বাংলার প্রধান সমন্বয়ক চৌধুরী ফরিদ, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমির চেয়ারম্যান আলীউর রাহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সদরঘাট থানার অফিসার্স ইনচার্জ মর্জিনা আকতার, সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলার যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ওয়াহেদ, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র সহসভাপতি জাফর আহম্মদ, চরপাথরঘাটার ইউপি মেম্বার ফরিদ জুয়েল, সমাজ সেবক মো: আলউদ্দিন প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে চৌধুরী ফরিদ বলেন, কর্ণফুলী ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে বন্দরের অর্থ লুটপাট হয়েছে। আমরা এর সঠিক হিসাব চাই। ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে কর্ণফুলীকে খালে পরিণত হতে দেয়া যাবে না। নৌ বাহিনী কর্তৃক ক্যাপিটাল ড্রেজিংয়ের যে পরিকল্পনা চলছে তা অচিরেই বাস্তবায়িত হতে হবে।

আলীউর রাহমান বলেন, বাংলাদেশের একমাত্র নদী কর্ণফুলী যা বাংলাদেশে শুরু বাংলাদেশেই এর গতি প্রবাহ সমাপ্ত। রাঙামাটির বরকল থেকে বন্দর মোহনা পর্যন্ত ৮৭ কিলোমিটারের কর্ণফুলী প্রাকৃতিক সৌন্দর্যের আঁধার। যে কোন মূল্যে প্রকৃতির এই অপার দানকে রক্ষা করতে হবে। কর্তৃপক্ষ কর্ণফুলী রক্ষায় হাইকোর্টের আদেশ অচিরেই বাস্তবায়ন না করলে আবারও আদালতের দারস্থ হতে হবে।

তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় রাতে চর পাথরঘাটা সিডিএ মাঠে কর্ণফুলীর অতীত বর্তমান শীর্ষক পালাগান অনুষ্ঠিত হয়। আজ বিকাল তিনটায় অভয়মিত্র ঘাট থেকে চরপাথরঘাটা সিডিএ মাঠ পর্যন্ত এলাকায় ঐতিহাসিক সাম্পান খেলা অনুষ্ঠিত হবে। সাম্পান খেলার পরে সনজিত আচার্য্যের পরিচালনায় আঞ্চলিক গানের মেলা ও পলিয়ন বোমাং এর পরিচালনায় আদিবাসী নৃত্য পরিবেশিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পাঠকের মতামত: