ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

এবার করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ শুক্রবার তাঁর সংক্রমণের খবর নিশ্চিত হওয়া গেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেই টুইটারে এই খবর জানিয়েছেন।  তিনি লিখেছেন, গত ২৪ ঘণ্টা ধরে কাশি ও অন্যান্য উপসর্গ দেখা দিয়েছিল। এখন টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

তবে তিনি বাড়ি থেকেই সরকারের কাজকর্ম পরিচালনা করবেন জানিয়েছেন। একই সঙ্গে সবাই একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তাও দিয়েছন বরিস জনসন।

Boris Johnson #StayHomeSaveLives

@BorisJohnson

Over the last 24 hours I have developed mild symptoms and tested positive for coronavirus.

I am now self-isolating, but I will continue to lead the government’s response via video-conference as we fight this virus.

Together we will beat this.

Embedded video

পাঠকের মতামত: