ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চকরিয়া মহাসড়কে ৫ ভাইকে চাপা দেয়ার ঘটনায় মামলা, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের চকরিয়ায় পিকআপভ্যান চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে নিহতের ভাই প্লাবন চন্দ্র সুশিল বাদী হয়ে অজ্ঞাতনামা পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি। এর আগে বিকাল সাড়ে পাঁচটায় পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে চালক এখনও পলাতক রয়েছে।

পুলিশ জানায়, যেহেতু পিকআপটি জব্দ করা হয়েছে তারই সূত্র ধরে চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে একই দিন বিকালে নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।

পাঠকের মতামত: