ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় উড়ন্ত প্রশিক্ষণ বিমান থেকে খুলে পড়ল যন্ত্রাংশ

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ::pict 16.05 (2)

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া বেঁড়িবাঁধ পয়েন্টে বিমান বাহিনীর উড়ন্ত একটি প্রশিক্ষণ বিমান থেকে কিছু ডেমো (নকল) যন্ত্রাংশ খুলে মাটিতে পড়ে গেছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে যন্ত্রাংশটি খুলে পড়ে বলে জানান স্থানীয় এলাকাবাসি।

পেকুয়া থেকে সংবাদকর্মী নাজেম উদ্দিন স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে বিমান বাহিনীর উড়ন্ত একটি প্রশিক্ষণ বিমান পেকুয়ার আকাশ দিয়ে উড়ে যায়। হঠাৎ উড়ন্ত বিমান থেকে যন্ত্রাংশটি খুলে পড়ে উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া বেঁড়িবাঁধ পয়েন্টে বেঁড়িবাঁধে পড়ে যায়।

তিনি আরো জানান, ঘটনার পরপরই স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয় পুলিশ সহ নৌ-বাহিনী ও বিভিন্ন সংস্থার লোকজন ঘটনাস্থলে পৌছেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনজুর কাদের মজুমদার ঘটনার নিশ্চিত করে বলেন, বিমান বাহিনীর উড়ন্ত একটি প্রশিক্ষণ বিমান থেকে কিছু ডেমো (নকল) যন্ত্রাংশ খুলে মাটিতে পড়ে গেছে। যন্ত্রাংশটি ঘটনাস্থলে রয়েছে।

পাঠকের মতামত: