ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে বেড়াতে আসা তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::  কক্সবাজারে সমুদ্র সৈকতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম ওসমান সরওয়ার (২৬)। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে ধর্ষণের শিকার ওই তরুণী থানায় অভিযোগে দায়ের করেন।

কক্সবাজার সদর থানার ওসি মুনীর-উল গীয়াস জানান, ধর্ষণের শিকার ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে জনৈক ব্যক্তির পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরে গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে চকরিয়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ওই ব্যক্তির সাথে দেখা করতে আসেন তিনি। পরে কক্সবাজার সৈকতে পৌঁছার পর থেকে প্রেমিকের মোবাইল ফোন বন্ধ পান। অনেকক্ষণ অপেক্ষার পর রাত ঘনিয়ে এলে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) ভাড়া নেন। রাতের একপর্যায়ে গ্রেপ্তারকৃত ওসমান ওই তরুণীকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কথা জানায়। পরে বিজিবির উর্মি রেস্তোরা পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে ওসমান ওই তরুণীকে ধর্ষণ করেন।

ওসি মুনীর জানান, গ্রেপ্তারকৃত ওসমান কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) পরিচালনাকারী। শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকার আবুল বশরের ছেলে তিনি। ভুক্তভোগী ওই তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

 

পাঠকের মতামত: