ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

ভূঁয়া বেতন ভাতার বিলে টাকা আত্নসাৎ

কক্সবাজারে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

আতিকুর রহমান মানিক, কক্সবাজার :: কক্সবাজারে আর্মার্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
নিজ প্রতিষ্ঠানের নন গেজেটেড কর্মচারীদের নামে ভুঁয়া বেতন-ভাতার বিল তৈরি করে টাকা আত্মসাতের অভিযোগে ১৮ অক্টোবর (বুধবার) বিকেলে নিজ কার্যালয়ে মামলাটি করেন দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ।

মামলার এজাহারে দেখা যায়, উখিয়ায় শরনার্থী শিবিরে রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপ-পরিদর্শক মো. সাগর হাওলাদার ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি থেকে শুরু করে গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতার ৩০টি ভুয়া বিল তৈরি করে তিন লাখ ১২ হাজার ৯০৪ টাকা আত্মসাৎ করেছেন।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বলেন, একই প্রতিষ্ঠানের সহকর্মীদের অভিযোগের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসআই মো. সাগর হাওলাদারের বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ পাওয়ায় দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলাটি করা হয়েছে।

বর্তমানে সাময়িক বরখাস্ত এএসআই সাগর হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা ও মো. আলমগীর হোসেনের ছেলে।

পাঠকের মতামত: