বিশেষ সংবাদদাতা ::কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি ও ছিনতাইয়ের ৩ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় শৈবাল পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রামু উপজেলার মেরুংলোয়া গ্রামের আকতার মিয়ার ছেলে মো. ইসমাঈল (১৯), রাবার বাগান এলাকার মো. আনোয়ার হোসেন রানার ছেলে মো. আরিফ হোসেন (১৮), চা বাগান এলাকার মো. শাকিলের ছেলে মো. রোমান (১৮), মধ্যম মেরুংলোয়া পাড়ার মো. নুরুল হকের ছেলে মো. সেলিম (১৮) এবং একই গ্রামের সালামত উল্লাহর ছেলে মো. আবদুল্লাহ (১৮)।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় এক পর্যটক দম্পতি শৈবাল পয়েন্ট দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই দম্পতির গতিরোধ করে তাদের সঙ্গে থাকা সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে পাঁচ ছিনতাইকারী। তখন পর্যটক দম্পতি চিৎকার করলে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ধাওয়া করে পাঁচ ছিনতাইকারীকে আটক করে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।
পাঠকের মতামত: