কক্সবাজার শহর প্রতিনিধি :: পরিবেশ অধিদপ্তর কক্সবাজার শহরের কার্যালয় বাহারছরার মুক্তিযোদ্ধা সরণীতে। প্রতিদিন অগণিত মানুষকে দাপ্তরিক প্রয়োজনে এ প্রতিষ্ঠানে আসতে হয়।
অফিসের প্রবেশমুখেই ময়লা পানিতে রাস্তা সয়লাব। একাধিক জায়গায় ময়লা নর্দমা পানি আট- দশ ইঞ্চি হয়ে জমে আছে এ শীতেও। কাপড় নষ্ট করে প্রতিনিয়ত যাতায়াত করতে হয় অফিসগামীদের।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন বিষয়টি নিয়ে আমরা খুব বিব্রত। পরিস্থিতি এতই নাজুক আমরা কাউকে অফিসে দাওয়াত করতে পারিনা। কেন না দিনের পর দিন এটা সহ্য করছেন এবং কেন পরিবেশে বিনষ্টকরীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেননা জানতে চাইলে উনি উপপরিচালক এর সাথে কথা বলতে বলেন। উপপরিচালক শেখ নাজমুল হুদাকে উনার অফিসে বসে বারবার চেষ্টা করেও ব্যস্ত থাকায় তার অভিমত জানা সম্ভব হয়নি।
কেউ পরিবেশ নষ্ট করলে জনতা নালিশ করতে যায় পরিবেশ অধিদপ্তর এর কাছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার অফিসটি নিজেই পরিবেশ দিনের পর দিন ভুগছে দুষিত পরিবেশের যন্ত্রণায়।
পাঠকের মতামত: