নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশি মুসলমানরা। সারা দেশেই এখন ঈদের খুশি বিরাজ করছে। রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার পরপরই বেজে উঠেছে ঈদের বিশেষ গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ..।’আর ঈদ মানেই খুশি। তবে নানা কারণে সেই খুশির ঈদেও থাকে অস্বস্তি। সেই অস্বস্তির অনেকটাই এবার ঘুচিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ঈদের আগে রমজান মাসজুড়ে বাজারে ছিল স্বস্তি। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তির চিত্র সাধারণ ঘটনা হলেও এবার তা দেখা যায়নি। স্বস্তিইয়ে বাড়ি ফিরেছে মানুষ। তাছাড়া এবার সবমিলিয়ে ৯ দিনের লম্বা ছুটি পেয়েছেন কর্মজীবীরা। যা তাদের এই ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
এলো খুশির ঈদ আজ

পাঠকের মতামত: