এইচ এম রুহুল কাদের, চকরিয়া ::৷ চকরিয়া উপজেলার হারবাং ৮নং ওয়ার্ডের বৃন্দাবনখিল এলাকায় হারবাংছড়ায় খতিয়ানভূক্ত জমি থেকে নতুন করে অবৈধভাবে বালু উত্তোলন করছে উত্তর হারবাং ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াবুলের নেতৃত্বে একটি অসাধু চক্র ।
উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে অভিযান চালানোর পরেও কোন কিছু তোয়াক্কা করছে না বালুদস্যুরা । ড্রেজার মেশিন দিয়ে অব্যাহত বালু উত্তোলনের কারণে হুমকির মুখে রয়েছে কয়েকটি গ্রামের দেড় শতাধিক পরিবার । একটি প্রভাবশালী মহলের ইন্ধনে এই বালু ব্যবসা নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন জমির মালিকগণ । ক্ষতিগ্রস্থরা প্রশাসনের কাছে বেড়িবাঁধ নির্মাণ ও কৃষি জমি ভাঙ্গনের ক্ষতিপূরণও দাবী করেন । হারবাং ছড়াখাল ভাঙ্গন রোধ, স্থানীয় জনসাধারণের বাড়ি-ঘর রক্ষার্থে
উত্তর হারবাং ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াবুল, শফিউল আলম, শেফায়াতের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলছে । অবৈধভাবে কেউ বালু উত্তোলন করতে পারবে না।
পাঠকের মতামত: