অনলাইন ডেস্ক, ঢাকা :
এবার বিএনপির মাদক সম্রাটদেরও খোঁজা হবে। বিএনপি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নতুন কমিটি দিয়েছে। পেপারে দেখেছি সেই কমিটিতে অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। তরুণ সমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যেতে হবে ও মাদকের বিরুদ্ধে লড়াই চলবে।
মঙ্গলবার (০৫ জুন) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এক সেমিনারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।
বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ উপলক্ষে আওয়ামী লীগের বন ও ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি এ সেমিনারের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ার’ দেওয়া হয়েছে। একরামুল কাদের লোক? আপনাদের (বিএনপি) মধ্যেও মাদক সম্রাট রয়েছে। এবার তাদের খোঁজা হবে।
পাঠকের মতামত: