ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

ডেস্ক নিউজ ::   আওয়ামী লীগউপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) থেকে আগামী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করা যাবে। এই তিন দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তা জমাও দেওয়া যাবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ সোমবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ও উপজেলা থেকে পাঠানো তালিকায় যাদের নাম রয়েছে কেবল তারাই এ ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮(৪) ধারা অনুযায়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (চারজন) ঐকমত্যের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য একক প্রার্থী অথবা অনধিক তিনজনের প্রার্থী তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

পাঠকের মতামত: