ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সরকারি বই বিনামূল্যে বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবে আমেজ পরিলক্ষিত দেখা দেয়।

রবিবার উপজেলার রত্না পালং ইউনিয়নের পালং আর্দশ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে , উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বদরুল আলম , উপজেলা নির্বাচন কর্মকর্তা ইফরান উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ফারুক আহমদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসাইন। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এদিকে ১৭ টি মাধ্যমিক বিদ্যালয় , ৭৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭ দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সরকারি ভাবে সরবরাহকৃত বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

এ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব একই দিন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন।

এ সময় উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আকতার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: