ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

ঈদগাহকে হারিয়ে চকরিয়া ফুটবল একাডেমীর শুভ সূচনা, কক্সবাজার জেলা ফুটবল লীগ উদ্বোধনে এমপি কমল

সোয়েব সাঈদ, রামু ::

২য় বিভাগ কক্সবাজার জেলা ফুটবল লীগ ২০১৯ এর উদ্বোধনী খেলায় শুভ সূচনা করছে চকরিয়া ফুটবল একাডেমী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় দলটি ২-০ গোলে ঈদগাহ সেভেন স্টার খেলোয়াড় একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয় দলের ১১ নং জার্সিধারি আয়ুব আলী এবং দ্বিতীয়ার্ধে ৮ নং জার্সিধারি সায়েম গোল দুটি করেন।

খেলায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিজন বড়–য়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেন, ফুটবল খেলায় কক্সবাজার জেলার খ্যাতি সারাদেশে ছড়িয়ে আছে। এখানকার খেলোয়াড়রা ঢাকা-চট্টগ্রাম সহ দেশের শীর্ষ ফুটবল দলগুলোতে নিয়মিত অংশ নিচ্ছে। যা জেলাবাসীর জন্য গৌরবের। ফুটবলের এ ঐতিহ্য ধরে রাখতে পর্যটন শহরের প্রবেশস্থল রামু বাইপাসে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফুটবল ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, রামুতে বিকেএসপি নির্মাণকাজ এগিয়ে চলছে। কক্সবাজার-রামুকে শিক্ষা এবং ক্রীড়ার নগরী হিসেবে গড়ে তোলা হবে।

ফুটবলার শিপন বড়–য়ার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আবছার, প্রবীন আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, ২য় বিভাগ কক্সবাজার জেলা ফুটবল লীগ ২০১৯ এর আহবায়ক নাছির উদ্দিন, কৃতি খেলোয়াড় খালেদ আজম বিপ্লব, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক পলক বড়–য়া আপ্পু, সাবেক ফুটবলার রুহুল আমিন রকি প্রমূখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, বিজয়ী দলের খেলোয়াড় লিমন। খেলায় রেফারি ছিলেন, শফিকুল ইসলাম। সহকারি ছিলেন ওমর ফারুক মাসুম ও আনিসুল ইসলাম।

আয়োজকরা জানান, ইতিপূর্বে বিভিন্ন কারনে এ টূর্ণামেন্ট কক্সবাজার স্টেডিয়ামে আয়োজন সম্ভব না হওয়ায় আয়োজকরা উদ্বোধনী খেলাটি রামুতে আয়োজন করেন।

পাঠকের মতামত: