ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

ঈদগাঁওতে সেনাবাহিনীর গাড়ি উল্টে আহত-৪

সেলিম উদ্দিন, ঈদগাঁও :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও চাঁন্দের ঘোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনী কন্টেইনার গাড়ি উল্টে ৪ সেনা সদস্য গুরুতর আহত হয়েছে। তাদের ঈদগাঁওয়ের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষনিক আহতদের পরিচয় জানা যায়নি। শনিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টায় মহাসড়কের চাঁন্দের ঘোনা নুর এ কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামু সেনানিবাসমুখি একটি কন্টেইনার পরিবহন (যার নং ১০-৩১৫২) ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় আহত এক সেনা সদস্য জানায়, শ্যামলী পরিবহনের একটি বাস তাদের বহনকৃত গাড়ীকে চাঁপা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে ঈদগাঁওয়ের বিভিন্ন ক্লিনিকে প্রেরন করে। অবস্থা আশংকাজনক হওয়ায় কয়েকজনকে রামু ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেছে।

খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক লিটনুর রহমান জয়ের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে আটকা পড়া পরিবহনের যানজট নিরসন করে।

পাঠকের মতামত: