এম আবুহেনা সাগর, কক্সবাজার ::
বৃহত্তর ঈদগাঁওতে চলতি ঈদ মৌসুমকে ঘিরে যানবাহন চালকদের গলাকাটা ভাড়া বানিজ্য থেমে নেই। সে সাথে যত্রতত্র স্থানে যানজটের ফলে দূর্ভোগে পড়েছে যাত্রীরা। তারপরেও প্রয়োজনীয় কাজেকর্মে আসা যাওয়া করছে লোকজন। গেল বৃহস্পতিবার থেকে ঈদগাঁওর মহাসড়কসহ গ্রামীন সড়কে পরিবহন সেক্টরের চলছে নৈরাজ্যে। ঐদিন পড়ন্ত বিকেল থেকে পরের দিন জুমার আগ পর্যন্ত ঈদগাঁও বাস ষ্টেশনে ঈদমুখী মানুষের ভিড় যেন লক্ষনীয়। আবার হরেক রকমের ভোগান্তি পোহাতে হচ্ছে।চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ষ্টেশনে লোকজনের সাথে কথা হলে তারা জানায়,চলতি ঈদকে ঘিরে যানবাহনের কোথাও নিয়মের তোয়াক্কা করা হয়নি। এমনকি পরিবহনে ঝুপ বুঝে দ্বিগুন ভাড়া বানিজ্য আদায় করে চলছে। এদিকে পরিবহন মালিক সংগঠনগুলোর নীরব দর্শকের ভুমিকা পালন করায় সাধারন যাত্রীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আবার নানা স্থানে ঝগড়া হয় চালক ও হেলপারদের সাথে। ২৩ আগষ্ট বিকেলে কক্সবাজারমুখী দুয়েকজন ব্যাক্তির সাথে কথা হলে জানা যায়, অন্যান্য দিনের চেয়ে ঈদ মৌসুমে দ্বিগুন ভাড়া সরুপ ৫০/৬০ টাকা দিতে হয়েছে। ঈদগাঁও বাসষ্টেশন থেকে মাইক্রোবাস ছাড়া অন্য যান বাহনে ভাড়া বাড়িয়ে নিচ্ছে এমন অভিযোগ যাত্রীদের। এদিকে মহাসড়কে চলাচল কারী তিন ও চার চাকার নানা পরিবহনের চালক গন চলতি ঈদ মৌসুমকে ঘিরে অতিরিক্ত ভাড়া বানিজ্যে বা মনগড়া ভাড়া আদায় করে চলছে। যাতে করে বিপাকে পড়েছে অসহায় যাত্রীরা।
পাঠকের মতামত: