কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের রেকর্ডরুম আবাসিক কোয়ার্টারে পরিনত হয়েছে। সরকারী এ অফিসের রেকর্ডরুমে দীর্ঘদিন ধরে আবাসিকভাবে অবস্হান করছে এক পিয়ন। তার ইন্ধনে সেখানে আস্তানা গেঁড়েছে বহিরাগত উমেদার-টাউট ও দালালচক্র। রাতের বেলা ও সরকারী ছুটির দিনেও সরকারী এ অফিসে অবস্হান করে গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র, বালামবই এবং গোপনীয় নথি-পত্র ঘাটাঘাটি করছে বহিরাগত এসব দালাল ও উমেদাররা। আবাসিকভাবে অত্র অফিসে অবস্হানরত পিয়ন ছৈয়দ নূর প্রতি রাতে ও ছুটির দিনে অবৈধ এসব অপকর্মে জড়িত রয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা এ কাজে প্রত্যক্ষ মদদ দিচ্ছেন সহকারী তহশীলদার খালেদা বেগম ও তহশীলদার সাইফুল ইসলাম। পিয়ন ছৈয়দ নূরের রেকর্ডরুমে আবাসিকভাবে অবস্হানের বিষয়টি স্বীকার করেছেন এক সহকারী তহসিলদার।
সূত্রে প্রকাশ, পিয়ন ছৈয়দ নূর রামু ইউনিয়ন ভূমি অফিস থেকে ২০১৬ সালের জুলাই মাসে ঈদগাঁওতে বদলী হয়ে আসে। এরপর থেকেই রাতের বেলায় অফিসের রেকর্ডরুমে থাকতে শুরু করে। শোয়ার জন্য রেকর্ডরুমে একটি খাটও বসিয়েছে পিয়ন ছৈয়দ নূর। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন অফিস টাইম শেষে করে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা চলে গেলে সন্ধ্যার পরে ৩/৪ জন বহিরাগত উমেদার-টাউট ও দালাল চক্রকে অফিসে ঢোকায় পিয়ন ছৈয়দ নূর। এরপর গভীর রাত পর্যন্ত তারা সেখানে আড্ডা জমায় ও সরকারী বিভিন্ন রেকর্ডপত্র ঘাটাঘাটি করে। এ ছাড়া সরকারী ছুটির দিনে অফিস বন্ধ থাকার সুযোগেও এরা অফিসে অনুপ্রবেশ করে সারাদিন অবস্হান করে। ভূমি প্রশাসনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিস থেকে তদন্তের জন্য পাঠানো মামলা, প্রতিবেদন, নামজারী আবেদন, বন্দোবস্তী আবেদন ও নোটিশসহ যাবতীয় কাগজপত্র ঘাটাঘাটি ও প্রয়োজনে ফটোকপি করে নিয়ে প্রতিপক্ষের কাছে পৌঁছে দেয় পিয়ন ছৈয়দনূরের নেতৃত্বাধীন এসব দালালচক্র। সুযোগ বুঝে বিভিন্ন কাগজপত্র গায়েবও করে দেয়। গুরুত্বপূর্ণ সরকারী রেকর্ডপত্র অবাধে ঘাটাঘাটির সুযোগে এরা বিভিন্ন পক্ষের কাছে ভূমি সংক্রান্ত তথ্য পাচার করে টু পাইস কামিয়ে নিচ্ছে। এর ফলে বাড়ছে মামলাজট ও ভূমি সংক্রান্ত জটিলতা।
ঈদগাঁও ভূমি অফিস গেইট সংলগ্ন একাধিক দোকানদার জানান, জালালাবাদ ইউনিয়নের খামার পাড়াস্হ পিয়ন ছৈয়দ বাড়ী থেকে তাদের জন্য প্রতিদিন তিনবেলা বড় আকারের হটপটে করে খাবার পাঠানো হয়।
বৃহত্তর ঈদগাঁওর সাতটি প্রশাসনিক ইউনিয়নের ভূমি সংক্রান্ত যাবতীয় সরকারী রেকর্ড, সরকারী গোপনীয় নথিপত্র, দলিল দস্তাবেজ ও গুরুত্বপূর্ন কাগজপত্রের রেকর্ডরুমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্হান করে আসছে পিয়ন ছৈয়দ নূর। আর এতে ইন্ধন দিচ্ছেন কর্তাব্যক্তিরা। উপরোক্ত বিষয়টি স্বীকার করে পিয়ন ছৈয়দ নূর বলেন, তহশীলদার ও সহকারী তহশীলদারের সম্মতিতেই তিনি রেকর্ডরুমে আবাসিকভাবে থাকছেন। ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার সাইফুল ইসলাম ফোন রিসিভ না করায় এ ব্যাপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সহকারী তহশীলদার খালেদা বেগম বলেন, নৈশপ্রহরী না থাকায় “অফিসের নিরাপত্তার স্বার্থে” পিয়ন ছৈয়দ নূর রেকর্ডরুমে আবাসিকভাবে অবস্হান করছে। উপরোক্ত ব্যপারে সদর সহকারী কমিশনার (ভূমি) পংকজ বড়ুয়া বলেন, “বিষয়টি আগে জানা ছিলনা, এখন জানলাম। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্হা নেয়া হবে”।
প্রকাশ:
২০১৭-০৪-০২ ১৩:৫২:২৯
আপডেট:২০১৭-০৪-০২ ১৩:৫২:২৯
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- বাড়ি ফিরেছে কুতুবদিয়ার অপহৃত ১৯ জেলে
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়া আসছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম
- চকরিয়ায় মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
- চকরিয়ায় কাস্টমার নিয়ে বাকবিতন্ডা হোটেল মালিককে পিটিয়ে জখম
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
পাঠকের মতামত: