ঢাকা,সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

ইউপি ভোট : আ’লীগের ২৫ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায়

110-300x138বিডিনিউজ :
প্রথম ধাপে ৭৩৮ ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র দাখিল শেষ হওয়ার পর দেখা গেছে, ২৫টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হতে চলছেন। আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় এই ভোটে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই ৭০টি ইউনিয়নে।প্রার্থী হতে বাধা ও হুমকি দেওয়া হচ্ছে বলে বিএনপির অভিযোগের মধ্যে সোমবার দেশজুড়ে ৭৩৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া শেষ হয়।স্থানীয় সরকার আইন সংশোধনের পর এবারই প্রথম চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। সদস্য পদে ভোট আগের মতোই নিন্দলীয়ভাবে হচ্ছে।ইসি থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ২৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাড়া অন্য কোনো দলের প্রার্থী নেই।ইসির যুগ্মসচিব জেসমিন টুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে বিনা প্রতিদ্বন্দ¦ী প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।”তফসিল অনুযায়ী, বাছাইয়ের পর আগামী ২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।অর্থাৎ এই ২৫টি ইউনিয়নের বাসিন্দাদের চেয়ারম্যান পদে ভোট দিতে হবে কি না, তা সেদিনই চূড়ান্ত হবে। বাছাই ও প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর এ সংখ্যা আরও বাড়তে পারে।ইসির তথ্যে দেখা যায়,অন্তত তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী এবং তিনটিতে বিএনপির একাধিক প্রার্থী রয়েছে।কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছড়া, খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপল এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার আলমবাড়ি ইউপিতে আওয়ামী লীগের একাধিক প্রার্থী নৌকা প্রতীক চাইছেন। অন্যদিকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঠলবাড়ী ও বাঁশকান্দি ইউনিয়ন এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুঠিয়াকাঠী ইউনিয়নে ধানের শীষ প্রতীক চাইছেন একাধিক জন।জেসমিন টুলী বলেন, “কোনো দল একাধিক প্রার্থী দিলে সংশ্লিষ্ট দলের সবার মনোনয়নপত্র বাতিল হওয়ার বিধান রয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা নেবেন।”তিনি জানান, প্রথমধাপে ৭৩৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ হাজার ৫৬৮ জন। এর মধ্যে ১৬টি দলের ১ হাজার ৯০০ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১ হাজার ৬৬৮ জন।নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব আশফাকুর রহমান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগের ৭৪১ জন এবং বিএনপির ৬৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৪৫ জন, জাতীয় পার্টির ১৪৮ জন, জাসদের ৩০ জন, বিকল্পধারার ৫ জন, ওয়ার্কার্স পার্টির ২৪ জন, জেপির ২০ জন, বিএনএফের ৭ জন, জেএসডির ১ জন, সিপিবির ৪ জন, তরীকত ফেডারেশনের ১ জন, জমিয়তে উলামায়ে ইসলামের ২ জন, কল্যাণ পার্টির ১ জন, ন্যাপের দুজন ও জাকের পার্টির ১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পাঠকের মতামত: