ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

আলীকদমে প্রতিবন্ধি দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::

বান্দরবানের আলীকদমে কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ শ্লোগানকে প্রতিপাদ্য করে সোমবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলীকদম জোনের অধিনায়ক লেঃ কর্ণেল সাইফ শামীম, পিএসসি।

উপজেলা পরিষদ হলরূমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম, মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান, কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ সহায়ক শামসুল হক। কারিতাস চট্টগ্রাম রিজিয়নের এসডিডিবি প্রজেক্টের সহায়তায় এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত: