ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আলীকদমে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ইমতিয়াজ বাবু, আলীকদম :: বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে নির্মাণাধীন ‘চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে পড়ে আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে একজন শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা পৌনে তিনটায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই আব্দুল মোতালেব সুমন এবং আলীকদম থানার ওসি মোহাম্মদ নাছির উদ্দিন সরকার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল্লাহ আল মামুন রেপারপাড়ি এলাকার আলী নেওয়াজের ছেলে।

জানা গেছে, নিহত শ্রমিক চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ নির্মাণাধীন বিদ্যালয় ভবনের ৪র্থ তলা থেকে নিচে পড়ে যান তিনি। নির্মাতা প্রতিষ্ঠান নির্মাণ কাজে শ্রমিকদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়নি বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আব্দুল মোতালেব সুমন জানান, এ বিষয়ে তাদের কোন অভিযোগ নেই। জেলা মেজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষ তারা পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন করতে ইচ্ছুক।

জানতে চাইলে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় আলীকদম থানার ওসি মো. নাছির উদ্দিন সরকার জানান, নিহত শ্রমিকের লাশ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।তবে কেউ পরবর্তীতে অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

পাঠকের মতামত: