ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

আলীকদমে এক ব্যক্তির লাশ উদ্ধার

লামা প্রতিনিধি ::   বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে আবুল কাশেম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বালুঝিরি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আবুল কাশেম ইউনিয়নের মঞ্চপাড়ার বাসিন্দা মৃত রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ন্যয় আবুল কাশেম বৃহস্পতিবার সকালে পাহাড়ে বাঁশ কাটতে যান। বিকালে বাড়িতে না ফিরলে স্বজনেরা তাকে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে স্থানীয় লোকজন বালুরঝিরি এলাকায় কাশেমের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে শুক্রবার দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল থেকে কাশেমের লাশ উদ্ধার করেন পুলিশ।

লাশ উদ্ধারে সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আজমগীর বলেন, আবুল কাশেম বাঁশ কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে প্রাথমিক সূরতহাল শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: