ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আতঙ্ক দিয়ে ফারিয়ার আবার অভিনয় শুরু

বিনোদন ডেস্ক ::

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। নাটকের নাম ’আতঙ্ক’। অনুরুপ আইচের গল্পে নাটকটি পরিচালনা করবেন কাজী সাইফ আহমেদ।

সম্পর্ক প্রতিশোধ আর পারিবারিক গল্প নিয়ে নির্মিত হবে নাটকটি। এতে মাসসি চরিত্রে অভিনয় করবেন ফারিয়া। তার বিপরীতে ফেরদৌস চরিত্রে অভিনয় করবেন এফএস নাঈম।

এতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, একবছর পর অভিনয় করছি। গল্পটি দারুণ। আমার ভালো লেগেছে। এই ভালো লাগা থেকেই অভিনয় করছি। আশা করি ভালো কিছু হবে।

ফারিয়া ২০১৬ সালে পড়াশোনার জন্য উড়াল দেন মালয়েশিয়াতে। সেখানে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং বিভাগে অধ্যয়ন শুরু করেন। সে অধ্যয়ন চলছে এখনও।

গত বছর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন । ফিরেই একটি বেসরকারি চ্যানেলে উপস্থাপনা শুরু করেছেন। এবার শুরু করলেন অভিনয়। শিগগরিই আবার মালয়েশিয়ার উড়াল দিবেন তিনি।

পাঠকের মতামত: