ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

আজিজনগরে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

এইচ এম রুহুল কাদের, চকরিয়া ::
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের আজিজনগর কক্সবাজার গেইটের সামনে এক সড়ক দুর্ঘটনায় মওলানা নুর মুহাম্মদ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৩১ মার্চ ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান প্রতক্ষদর্শিরা ।

কক্সবাজার মূখী আলু বোঝাই একটি ট্রাক (নম্বর : চট্ট মেট্টো ট-১১-৬০১১) মোটরসাইকেল (নম্বর : কক্সবাজার ল-১১-২৫৯৮) আরোহী মাওলানা নুর মুহাম্মদকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত মাওলানা নুর মুহাম্মদ আলীকদম উপজেলার বাগান পাড়া জামে মসজিদের সাবেক সহকারী ইমাম ছিলেন । মাওলানা নুর মুহাম্মদ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

পাঠকের মতামত: