ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

অবহেলীত ঈদগাঁওকে উপজেলা করা সময়ের দাবি-কর্ণেল ফোরকান আহমদ

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার )প্রতিনিধি :: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে:কর্ণেল ফোরকান আহমদ বলেছেন, ঈদগাঁওকে উপজেলা বাস্তবায়ন গণদাবীতে পরিনত হয়েছে।সাংবাদিকদের লেখনির মাধ্যমে তা বাস্তবায়নের পথ বেগবান হবে।সাংবাদিকরা বর্তমানে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে। যে কোন ধরনের বিজয় অর্জন ও পরিবর্তনে তাদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। তিনি বলেন, হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। কারো সুনাম নষ্ট করা যাবে না। হাতে তথ্য-প্রমাণ জমা রেখে লিখতে হবে। জেনে বুঝে না লিখলে সাংবাদিকরা বিপদে পড়তে পারেন। বর্তমান সাংবাদিকতার মান নিয়ে তিনি বলেন, সাংবাদিকদের প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আত্ম সমালোচনা করতে হবে ।সাংবাদিকদের মান মর্যাদা এবং যোগ্যতা নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি ১৯ মার্চ বিকেলে ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অফিসে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মাহমুদুল করিম মাদু, প্রধান শিক্ষক খুর্শিদুল জান্নাত, সহকারি প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ঈদগাঁওকে উপজেলা বাস্তবায়ন, ঈদগাঁও উপজেলা কে কক্সবাজার পর্যটন নগরীর মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্তকরণ এবং ঈদগাঁওতে প্রথম আলো আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা। ঈদগাঁওকে উপজেলা বাস্তবায়নে তিনি লেখালেখির মাধ্যমে এর গুরুত্ব তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি সম্মিলিত প্রচেষ্টায় তিনি ঈদগাঁওবাসীর প্রাণের দাবী ঈদগাঁওকে উপজেলা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের কর্মকান্ড কে ঈদগাঁও ভিত্তিক করার আহ্বান জানান উপস্থিত সদর উপজেলা সাধারণ সম্পাদকের নিকট। এ সময় কউক চেয়ারম্যানের নিকট স্থানীয় সাংবাদিকরা ঈদগাঁও বাজারের অসহনীয় যানজট এবং প্রেসক্লাবের স্থায়ী অফিসের জমি বরাদ্দের বিষয়টি দৃষ্টিগোচর করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় যানজট নিরসন করতে হবে ।সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে প্রেসক্লাবের জমির ব্যাপারে তেমন সমস্যা হবে না বলে জানান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী ও ইনানী প্রতিনিধি মোঃ রেজাউল করিম, দৈনিক কক্সবাজার ও পূর্বকোণ প্রতিনিধি এস, এম, তারিকুল হাসান তারেক, দৈনিক সমুদ্রকণ্ঠ ও খবরপত্র প্রতিনিধি শেফাইল উদ্দিন, দৈনিক সাগর দেশ ও সাঙ্গু প্রতিনিধি আনোয়ার হোছাইন, দৈনিক বাঁকখালী প্রতিনিধি কাফি আনোয়ার, দৈনিক সকালের কক্সবাজার প্রতিনিধি শাহিদ মোস্তাফা শাহিদ, দৈনিক কক্সবাজারবাণী প্রতিনিধি তৈয়ব জালাল, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি এম, শফিউল আলম আজাদ প্রমুখ।

পাঠকের মতামত: