ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টেকনাফের ৬ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ টেকনাফের ৬ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ

teknaf-up-chairman-outh_2এম.এ আজিজ রাসেল :

টেকনাফের ৬ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৬ মে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুল নাসের, টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম। ৬ ইউপির মধ্যে হোয়াইক্যংয়ের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান এইচ,কে আনোয়ার, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন ও সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া ৭৭ জন মেম্বার ও মহিলা মেম্বার উপস্থিত ছিলেন । শপথ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, সাধারণ মানুষ বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিয়েছেন। তাই তাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে হবে। সামাজিক মূল্যবোধ থেকে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার আহবান জানান তিনি।

পাঠকের মতামত: