ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনীয় কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  আসন্ন ২০ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তথা নৌকা প্রতীকের মনোনীত মেয়রপ্রার্থী ও চকরিয়া পৌরসভার বর্তমান মেয়র আলমগীর চৌধুরীর প্রধান নির্বাচনীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৩ সেপ্টেম্বর জুমার নামাজের পর পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে চকরিয়া উপজেলা পরিষদ সড়কের ভরামুহুরী স্টেশনে নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।

চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়া উদ্দিন জিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছরওয়ার আলম, মাতামুহুরি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চিরিংঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম আর চৌধুরী,সৈয়দ আলম সাবেক কাউন্সিল, উপজেলার আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, শফিউল আলম বাহার,সমাজ কল্যান সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, চকরিয়া পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।

উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি মুসলে উদ্দিন মানিক,সহ সভাপতি আমান উদ্দিন আমান,যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণত সম্পাদক কাউছার উদ্দিন কছির,১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মেম্বার,সাধারণ সম্পাদক নুরুল শফি,২নং ওযার্ড আওয়ামী লীগের সভাপতি নাজম উদ্দিন ভুট্টো,সাধারণ সম্পাদক নুরুল আবছার বাদশা,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা.রতন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছাক,৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিকান্দার বাদশা নাগু,সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সওদাগর,সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ রেজা,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন,এই ছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আমির হোসেন আমু,৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, ৮নং ওয়র্ডের কাউন্সিল মুজিবুর রহমান মুজিব, ৯নং ওয়ার্ডের কাউন্সিল নজরুল,কৃষক লীগের সভাপতি সুলাল কান্তি সুছিল,সাধারণ সম্পাদক লুটাস,পৌরসভা আওয়ামী লীগের নেতা এডভোকেট ফয়জুল কবির,পৌরসভা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজুত আরা,পৌর আওয়ামী লীগের নেতা টিকাদান মিনহাজ,ড.আসাদু,মঈনুল ইসলাম মঈনু,পৌর আওয়ামী লীগের নেতা সুদাংশু সুশিল,পৌরসভা আওয়ামী লীগের নেতা কামাল সওদাগর কামাল,১নং ওয়ার্ডের নেতা ফজল কাদের,শাখের মেম্বার,উপজেলা যুবলীগের লীগের সাংগঠনিক সম্পাদক রেফায়ত শিকদার,পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলেট ফারুক,ছাত্রনেতা রেফায়ত হাবির,পৌরসভা ছাত্রলীগের সিঃসভাপতি নাছির উদ্দিন,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী গন সহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: