ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ফাইভ-জি’র ফ্রিকোয়েন্সি নিয়ে টেনশনে জুহি

বিনোদন ডেস্ক :: এর আগে থ্রি-জি ও ফোর-জি নিয়েও অনেককে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। ফাইভ-জি নিয়েও বলা হচ্ছে, শক্তিশালী এই ফ্রিকোয়েন্সিতে বিপর্যয় নেমে আসতে পারে পরিবেশ ও প্রতিবেশে। ক্ষতি হতে পারে পশু-পাখি, গাছপালা ও মানুষের।

এ নিয়ে কিছু অঞ্চলে দুশ্চিন্তার মাত্রা এতটাই বেশি ছিল যে অনেক শহরে তো ফাইভ-জি’র অবকাঠামো বসানোর কাজও পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবাদকারীদের তালিকায় এবার যোগ হলেন বলিউড অভিনেত্রী ও পরিবেশবাদী জুহি চাওলা। সঙ্গে আছেন ভারতীয় অ্যাকটিভিস্ট ভিরেশ মালিক ও টিনা ভাচানি। ভারতে ফাইভ-জি যেন না আসে সে জন্য আদালতে জনস্বার্থে মামলা ঠুকে দিয়েছেন ৫৩ বছর বয়সী এ অভিনেত্রী।

তাদের চিন্তা হলো, ফাইভ-জি যেনতেন কিছু নয়। এটা চালু হলে রেডিও ফ্রিকোয়েন্সির (আরএফ) রেডিয়েশনের মাত্রা ১০০ গুণ পর্যন্ত বাড়বে। যার ক্ষতি থেকে জীবিত কোনও কিছুই রেহাই পাবে না। মানুষের ক্ষতি তো হবেই, কীটপতঙ্গও বিলুপ্ত হতে বেশি দিন লাগবে না।

পাঠকের মতামত: