ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় সাগর চ্যানেল থেকে অবৈধ জাল জব্দ

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::
কুতুবদিয়ায় সাগর চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি ও টন জাল জব্দ করা হয়েছে। শনিবার (২২ মে) সকাল ৮টার দিকে কুতুবদিয়ার চ্যানেলে এ অভিযান চালিয়ে ৪টি টন জাল ও ১টি বেহুন্দি জাল জব্দ করে। জাটকাসহ নানা প্রজাতির পোনা রক্ষায় ৬৫ দিনের তৃতীয় দিনে কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিস। পরে অবৈধ জব্দকৃত জালগুলো সকাল ১০টার দিকে দরবার ঘাটে জনসম্মুখে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলীসহ কোস্টগার্ডের একটি দল।

পাঠকের মতামত: