ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

১২ এপ্রিল শেষ হচ্ছে একুশে বইমেলা

অনলাইন ডেস্ক :: আগামী ১২ এপ্রিল শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। শনিবার (১০ এপ্রিল) এক বার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ কথা জানান।

প্রতিবছর ফেব্রুয়ারিতে মেলা শুরু হলেও করোনা মহামারীর কারণে এ বছর ১৮ মার্চ মেলা শুরু হয়। সেদিন বিকেলে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে মেলা। অন্যান্য দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে।

কিন্তু দেশে করোনার সংক্রমণ বেড়ে গেলে ৩১ মার্চ বইমেলার সূচি পরিবর্তন করে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করা হয়।

পাঠকের মতামত: