ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শনিবার ঢাকায়, রবিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক ::
আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে ও রবিবার (১৫ নভেম্বর) সারাদেশের সব জেলা শহরে প্রতিবাদ সমাবেশ পালনের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সদ্য অনুষ্ঠিত উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচন দিতে ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচির ডাক দেয় দলটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

ভয়ভীতির মাধ্যমে বিএনপিকে সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দূরে রাখার অভিযোগ জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের দিক থেকে মানুষের চোখ ফেরানোর জন্য পল্টনের মতো পাতানো ঘটনা ঘটানো হচ্ছে। আওয়ামী লীগ এসব ঘটনা ঘটাল। বিএনপি রাজনীতির ময়দানে কোনো উত্তাপ তৈরি করেনি। এটা আওয়ামী লীগের কাজ। ।

পাতানো মামলায় বিএনপি’র নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে উল্লেখ করে অনতিবিলম্বে গ্রপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিও জানান বিএনপি’র মহাসচিব।

 

পাঠকের মতামত: