ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

জাল সার্টিফিকেট ‘কারখানা’ থেকে বিপুল সরঞ্জামসহ আটক ২

নিউজ ডেস্ক :: রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকা থেকে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটিলিয়ন (র‌্যাব-১০)।

গতকাল রবিবার রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- আলমগীর হোসেন টুটুল (৪০) ও আবুল কাশেম (৪০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ আগস্ট) রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী দুই জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দুইটি মনিটর, তিনটি প্রিন্টার, দুই টি সিপিইউ, একটি স্ক্যানার, ২২টি ভুয়া সার্টিফিকেট, একটি মোবাইল ও নগদ এক হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

আসামিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স-এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পাঠকের মতামত: