লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া আমতলী উত্তর নাথ পাড়ায় ১০ এপ্রিল রাত সাড়ে ৭টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেবর-ভাবির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিহতরা হলেন ওই এলাকার সুশীল নাথের মেঝ পুত্র প্রবাসী আশু নাথ (২৮) ও প্রবাসী বাসু নাথের স্ত্রী রিটা দেবী (৩০)। নিহতরা সম্পর্কে দেবর-ভাবী।
জানা যায়, ঘটনারদিন আশু নাথ নতুন বাড়িতে ইলেকট্রিকের কাজ পর্যবেক্ষণ করতে গেলে অসাবধানতা বশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার শৌরচিৎকারে ভাবী রিটা দাশ উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার বটতলী মোটর ষ্টেশনে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। রিটা দাশ ৩ সন্তানের জননী। আগামী ১লা বৈশাখ প্রবাসী আশু নাথের বিবাহের দিন ধার্য্য ছিল। লাশ বর্তমানে বাড়িতে রয়েছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই আতিকুর রহমান খান জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পায়নি। অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত: