ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

মানুষ জেগে উঠেছে, বন্দুকের জোরে ক্ষমতায় থাকা যাবে না: মির্জা ফখরুল

যমুনা : মানুষ জেগে উঠেছে, বন্দুকের জোরে ক্ষমতায় থাকা যাবে না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কুমিল্লার সুয়াগাজিতে এক জনসভায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার সব স্বপ্ন ভেঙ্গে দিয়েছে আওয়ামী লীগ। সবাই ঐক্যবদ্ধ হয়েছি,আওয়ামী লীগকে সরিয়ে দিবো। গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। যতই বিপদ আসুক, শক্ত হয়ে দাঁড়াতে হবে। খালেদা জিয়াসহ গণতন্ত্রের মুক্তির জন্য একটা করে ভোট ভিক্ষা চাই।

জনসভায় মির্জা ফখরুল বলেন, ঘরে ঘরে যান, ধানের শীষে ভোট চান। এসময় তিনি নাঙ্গলকোটের ওসিকে প্রত্যাহারের দাবি জানান।

এর আগে কুমিল্লার চান্দিনায় পথসভায় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের স্বার্থে ৩০ ডিসেম্বর ভোট দেবেন, প্রয়োজনে কেন্দ্র পাহারা দেবেন। ভোট গুণে বাড়ি ফিরবেন। নিজের পায়ে দাঁড়ালেই সব চক্রান্ত ভেস্তে যাবে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমেই সরকারের পতন ঘটাতে হবে। লাঠিচার্জ বা গ্রেফতারের ভয় দেখিয়ে কাজ হবে না। আওয়ামী লীগ কাপুরুষের মতো আচরণ করছে, একারণেই তারা দেওলিয়া হয়ে গেছে। আসন্ন নির্বাচনের কোন নিরপেক্ষতা নেই। নির্বাচন প্রহসনে পরিণত হতে যাচ্ছে।

পাঠকের মতামত: