ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম-৮ আসনে প্রচারনা শুরু করেছেন কক্সবাজারের আবু সুফিয়ান

নিউজ ডেস্ক :: পিতা-মাতার দোয়া নিয়ে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী আবু সুফিয়ান।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শাহারবিল গ্রামের সন্তান আবু সুফিয়ান চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারনা শুরু করলে সেখানে মানুষের ঢল নামে বলে মুঠোফোনে এ প্রতিবেদককে জানিয়েছেন। বিশিষ্ট সংগঠক আবু সুফিয়ান চকরিয়া উপজেলার শাহারবিল গ্রামের মাওলানা আবুল হাশেমের দ্বিতীয় পুত্র ও কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসার সাবেক রেক্টর আল্লামা মাওলানা মুজহের আহমদের ভ্রাতুষ্পুত্র। আবু সুফিয়ান বিশিষ্ট রাজনীতিবিদ ও কক্সবাজার ক্লাবের সভাপতি আবু সৈয়দের ছোট ভাই। কক্সবাজারের গৌরব আবু সুফিয়ান বিএনপি চট্টগ্রাম মহানগরী শাখার বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরী শাখার সাবেক সভাপতি সহ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

পাঠকের মতামত: