ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শান্তি চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে আলীকদম জোনের ব্যাপক প্রস্তুতি

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ::

পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে ব্যাপক আয়োজনের প্রস্তুতি চলছে। এবার শান্তি চুক্তির বর্ষপূর্তিতে শান্তি র‌্যালী, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ, প্রীতিভোজ, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের ২৩ বীর ইউনিট।

জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. সাইফ শামীম (পিএসসি) শান্তি চুক্তি ২১তম বার্ষিকী উদযাপনে গৃহীত সকল কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদন করতে সকলের সহায়তা কামনা করেছেন। এছাড়া আমন্ত্রিত সকল অতিথিকে ২রা ডিসেম্বর আলীকদম সেনা জোনে উপস্থিত থাকার অনুরোধও করেছেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর তৎকালীন শান্তি বাহিনী নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও সরকারের মধ্যে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধে একটি চুক্তি হয়। যেটি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি নামে বেশী খ্যাতি পেয়েছে। আগামী ২রা ডিসেম্বর ২০১৮ইং শান্তি চুক্তির ২১তম বার্ষিকী উদযাপন করা হবে।

পাঠকের মতামত: