ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

লামায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::  “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে লামায় ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে। উন্নয়ন মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে মেলার স্থানে মিলিত হয়।

উন্নয়ন মেলার উদ্বোধন করেন, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী। লামা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সহ উপজেলার সরকারী ও বেসরকারী বিভাগের কর্মকর্তাগণ।

লামা টাউন হলে ৩ দিন ব্যাপী আয়োজিত মেলায় এবার ৩১টি স্টল স্থান পায়। এতে সরকারী সকল দপ্তর তাদের নিজস্ব উপকরন ছাড়াও নানা ধরনের কারুকার্যে স্টল সাজায় বিভিন্ন এনজিও সংস্থা।

পাঠকের মতামত: