ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক ::

নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যা ৭ টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন। এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গোতেরেস এর আমন্ত্রণে গত মঙ্গলবার দিবাগত রাত ২ টায় তিনি নিউইয়র্ক যান।

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠান বলে বিএনপি নেতারা জানান। তবে জাতিসংঘ মহাসচিব ঘানায় সফরে থাকায় সংস্থাটির রাজনীতি বিষয়ক সহকারি সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে সাক্ষাত করেন মির্জা আলমগীর।

নিউইয়র্কের ওই বৈঠকে একাদশ জাতীয় নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। এ নিউইয়র্ক সফরে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

পাঠকের মতামত: