ঢাকা,শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

‘মাদককে না বলুন’ শ্লোগানে স্কেটিং র‌্যালির সমাপনি কক্সবাজারে

Coxs-Bazar-Sahid-minar-1_2সার্চ স্কেটিং ক্লাব দেশের পরিবেশ রক্ষায় জনসচেতনতার লক্ষে সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করে থাকে। তারই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি ২০১৬ মাদকদ্রব্যের মরণ নেশা থেকে যুবসমাজকে রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে “মাদককে না বলুন” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রেস ক্লবের সম্মুখে মানববন্ধন ও ২০ জন স্কেটারের একটি দল ৯ দিনব্যাপি ঢাকা হতে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম হয়ে স্কেটিং র‌্যালি করে ৩৭৬ কি.মি. পথ অতিক্রম করে ২০ ফেব্্রুয়ারি কক্সবাজারে এসে সমাপনি অনুষ্ঠানে মিলিত হয়েছে।
সার্চ স্কেকিং ক্লাবের চেয়ারম্যান আরশাদ আলম ও সাধারণ সম্পাদক আরাফাত আলম জানিয়েছেন, ৩৭৬ কি.মি. স্কেটিং র‌্যালি শেষে ২১ ফেব্্রুয়ারি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মীনারে পুস্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে কার্যক্রম সমাপ্ত করেছে। বাংলাদেশের ইতিহাসে এটাই সব চাইতে বড় জনসচেতনামুলক রোলার স্কেটিং র‌্যালি।   প্রেস বিজ্ঞপ্তি

পাঠকের মতামত: